আপনার ব্রাউজারে AD Blocker Active আছে

আপনার AD Blocker Active থাকার কারণে আমাদের সাইটটি লোড হচ্ছে না।
AD Blocker টি learn24bd এর জন্য ডিজেবল করে ব্রাউজার রিফ্রেস করুন।

জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল

জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লায়েন্ট সাইট Scripting ল্যাংঙ্গুয়েজ । ক্লায়েন্ট সাইট বলতে বুঝায় এটি শুধুমাত্র ক্লায়েন্ট সাইটে কাজ করে অর্থাৎ ব্রাউজারে। জাভাস্ক্রিপ্ট শুরুর দিকে ক্লায়েন্ট সাইট নিয়ে কাজ করলেও বর্তমানে একে ক্লায়েন্ট সাইট ল্যাংঙ্গুয়েজ বললে ভুল হবে এটি এখন ক্লায়েন্ট ও সার্ভার সাইট (নোড জেএস) উভয় দিকে কাজ করে । সময়ের সাথে সাথে এটির জনপ্রিয়তা ও ব্যবহার ক্ষেত্র এতই ব্যাপক হয়ে উঠেছে তা বলার বাইরে। শুরুদিকে জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্ট সাইট ল্যাংঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এর বর্তমান ব্যবহার ক্ষেত্র গুলো হল-

  • ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট
  • মোবাইল অ্যাপ্লিকেশন।
  • সার্ভার সাইট অ্যাপ্লিকেশন তৈরী।
  • ডেক্সটপ অ্যাপ্লিকেশন তৈরী।
  • ক্লাউট ফাংশন
  • সার্ভার মেইনটেনেন্স
  • আইওটি (ইন্টারনেট অফ থিংক্স)
  • ইত্যাদি